আনোয়ারায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের ৩য় দিনে মোট ১৫০ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ১৩ জন, সাধারণ সদস্য পদে ১২৫ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে রয়েছেন ১২ জন। এ নিয়ে তিন দিনে মোট ৪০৫ জন প্রার্থী মনোনয়পত্র সংগ্রহ করলেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা তনুশ্রী গোস্বামী।
ইতিমধ্যে নির্বাচন পরিচালনার লক্ষে চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহা. জাহাঙ্গীর হোসেন উপজেলা নির্বাচন কর্মকর্তা তনুশ্রী গোস্বামীকে আনোয়ারা সদর ইউনিয়ন, বৈরাগ ও বারশত, উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলীকে চাতরী, পরৈকোড়া ও হাইলধর, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা দেলোয়ার হোসেনকে রায়পুর ও বটতলী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেনকে বরুমচড়া ও বারখাইন ইউনিয়নের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দিয়েছেন।
উপজেলায় গত ৩ দিনে চেয়ারম্যান পদে ৩১ জন, সাধারণ সদস্য পদে ৩১০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৪ জনসহ মোট ৪০৫ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। আগামী ৫ জানুয়ারি এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।