৩২ বছরে পদার্পণ করেছে আবৃত্তি সংগঠন প্রমা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছিল নানা আয়োজন। গতকাল সোমবার বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আয়োজনের শুরু। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে অনুষ্ঠানের শুরুতে ঢোল বাদনের মধ্য দিয়ে বাংলাদেশের ৫০ বছর এবং সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়। এরপর ধর্মীয় সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে প্রদীপ প্রজ্বলন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে আয়োজনের উদ্বোধন করেন দৈনিক আজাদীর সম্পাদক জনাব এমএ মালেক।
প্রদীপ প্রজ্বলনে অংশগ্রহণ করেন শিক্ষাবিদ রীতা দত্ত, বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সভাপতি প্রফেসর ডা. একিউএম সিরাজুল ইসলাম, একুশে পদকপ্রাপ্ত নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, মফিজুর রহমান, ইব্রাহিম হোসেন বাবুল, মুক্তিযোদ্ধা অধ্যাপক ইদ্রিস আলী, নাট্যজন প্রদীপ দেওয়ানজী, শিল্পী ঢালি আল মামুন, নুরজাহান খান, লেখক বিশ্বজিৎ চৌধুরী, কবি কামরুল হাসান বাদল, হোসাইন কবির, হাফিজ রশিদ খান, আকতার হোসাইন, মানজুর মোহাম্মদ ও আহমেদ মুনির, নাট্যজন শুভ্রা বিশ্বাস, সুচরিত দাস খোকন ও সঞ্জিব বড়ুয়া, আবৃত্তিশিল্পী দেবাশীষ রুদ্র, হাসান জাহাঙ্গীর, মাহবুবুর রহমান মাহফুজ, সেলিম রেজা সাগর, কবি আকতারী ইসলাম, কবি ফারহানা আনন্দময়ী প্রমুখ।
নৃত্য পরিবেশন করেন স্কুল অব ওরিয়েন্টাল ডান্স, ওডিসি অ্যান্ড টেগর ডান্স মুভমেন্ট সেন্টার, নৃত্য সংগঠন নটরাজ। সংগীত পরিবেশন করেন বরেণ্য সংগীতশিল্পী শ্রেয়শী রায়, লাকী দাস, অনিমেষ চক্রবর্তী। একক আবৃত্তি পরিবেশন করেন মনজুর মুন্না, এটিএম সাইফুর রহমান।
প্রমার ৩২তম জন্মজয়ন্তিতে ফুলেল শুভেচ্ছা জানান শব্দনোঙর আবৃত্তি সংগঠন, নির্মাণ আবৃত্তি সংগঠন, কণ্ঠনীর বাচিক চর্চাকেন্দ্র, চট্টগ্রাম আবৃত্তি চর্চাকেন্দ্র, বিভাস আবৃত্তি চর্চাকেন্দ্র, মনটোনাস আবৃত্তি পোতাশ্রয়। প্রমার সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে প্রমার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ও সহ সভাপতি কংকন দাশের সঞ্চালনায় পুরো অনুষ্ঠানটি পরিচালিত হয়।