টানা পাঁচ ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে বাংলা টাইগার্স

আবুধাবি থেকে ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২৮ নভেম্বর, ২০২১ at ৮:৫৬ পূর্বাহ্ণ

আবুধাবি টি টেন ক্রিকেট লিগে বাংলা টাইগার্সকে থামাতেই পারছে না কোন দল। একের পর এক জয় তুলে নিচ্ছে দলটি। গতকাল টানা পঞ্চম জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে বাংলার প্রতিনিধিরা। ব্যাটে-বলে বাংলার দলটিকে রুখতে পারছে না কোনো দলই । প্রথম দুই ম্যাচে হার দিয়ে শুরু করা বাংলা টাইগার্স যেন হারতেই ভুলে গেছে। সামনে দাঁড়াতে দিচ্ছে না কোনো প্রতিপক্ষ কে। প্রথম লেগে চেন্নাইকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েূছিল বাংলা টাইগার্স। এবার ফিরতি লেগে ৯ উইকেটে হারাল চেন্নাই। টুর্নামেন্টে এটি পঞ্চম জয় বাংলা টাইগার্সের। সাত ম্যাচের পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সবার উপরে বাংলা টাইগার্স। আগের ম্যাচের মত এই ম্যাচেও বাংলা টাইগার্স এর বোলারদের সামনে দাঁড়াতে পারেনি চেন্নাইয়ের ব্যাটসম্যানরা । আগের ম্যাচে ৯০ রান করলেও গতকাল অলআউট হয়ে যায় মাত্র ৮৯ রানে। প্রথমে ব্যাট করতে নামা চেন্নাই বাংলা টাইগার্স এর বোলারদের তোপের মুখে পড়ে মাত্র ৮৯; রান করতে সক্ষম হয় । দলের পক্ষে সর্বোচ্চ ১৭ বলে ৩২ রান করেন মোহাম্মদ শাহজাদ। এছাড়া মার্ক ডিয়াল ২২ বলে করেন ২৮ রান। সামিউল্লাহ করেন ৮ বলে ১২ রান। বাংলা টাইগার্স এর পক্ষে লুক ফ্লেচার নেন ২ উইকেট। রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে যথারীতি শুরু থেকেই ঝড় তোলেন হজরতুল্লাহ জাজাই। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ থেকে এই আফগানের বেটে রানের বন্যা বইছে। টানা চার ম্যাচে ৪০ এর উপরে রান করলেন এই ওপেনার । গতকাল দলকে ৮২ রানে পৌঁছে দিয়ে তবে ফিরে জানাই। মাত্র ৪,৫ ওভারে ৮২ রান তুলে নেয় বাংলা টাইগার্স এর দুই ওপেনার। জাজাই ১৬ বলে করেন ৪৬ রান। যেখানে তিনি ২টি চার এবং ৫ টি ছক্কা মেরেছেন। মাত্র ৫.৫ ওভারে ৯ উইকেটে জয় নিশ্চিত করে বাংলা টাইগার্স। দলের পক্ষে ১৫ বলে ৩০ রান করেন জনসন চার্লস।

পূর্ববর্তী নিবন্ধআবারও ‘মাইলস’ ছাড়লেন শাফিন আহমেদ
পরবর্তী নিবন্ধপতেঙ্গা ফুটবল একাডেমির মতবিনিময় সভা