মনটা হঠাৎ হঠাৎ অতীত বয়সের সিঁড়িতে বেড়াতে ভালোবাসে !
অনেক বছর আগের কথাগুলো কোনোরকম ডিসটার্ব ছাড়া
অদৃশ্য তারে জড়ানো কানে
বেজে উঠে ,
চোখে ভেসে উঠে স্বচ্ছতায়।
হাজারো স্মৃতিতে ভরা সিঁড়িগুলো কখনো মনে আসে দুখের ঝুড়িতে
আবার কখনো আসে সুখের ডালাতে আবার কখনো এলোমেলো হাওয়াতে,
মুক্ত আকাশে উড়ে যায়, ভেসে যায় হৃদয়ের যত একান্ত আলাপন।
দিবারাত্রির আসা-যাওয়ায় মৃত্যুর দিকে
এগিয়ে চলে জীবন !
ছোট জীবন অজানা সীমানায় আটকানো!
অসাধ্য দেখা, অসাধ্য জানা।
অসীম চাওয়া-পাওয়ার আলোতে জ্বলে হৃদয়ের বাড়ি!
মায়াবী জোছনার আলোগুলো ছুঁয়ে ছুঁয়ে যায় হৃদয়ের অলিগলি,
হৃদয়ের আলো আর জোছনার আলোর যেন অসীম মিতালী,মায়ার টান ।
আগত দিনের আনন্দ-বাসনায় হৃদয়ের বাগান ফুলে ফুলে সাজে,
একটি হৃদয় যেন একটি স্বচ্ছ আয়না, একটি মায়াবী আলোর বাড়ি ও
একটি ফুলের বাগান। দোলনা থেকে কবর! মায়াবী প্রতিটি প্রহর,
একমাত্র বিধাতার জানা জীবন
সীমানার খবর।