ডেকানকে উড়িয়ে হ্যাটট্রিক জয় বাংলা টাইগার্সের

আবুধাবী থেকে ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৬ নভেম্বর, ২০২১ at ৮:০৩ পূর্বাহ্ণ

সময় যতই গড়াচ্ছে ততই যেন নিজেদের জাত চেনাচ্ছে বাংলা টাইগার্স। টুর্নামেন্টে নিজেদের প্রথম দুই ম্যাচে হারলেও এরপর থেকে অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলছে বাংলা টাইগার্স। গতকাল হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে টাইগাররা। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন নর্দার্ন ওয়ারিয়র্সকে দিয়ে শুরু। এরপর চেন্নাই ব্রেভস এবং ডেকান গ্লেডিয়েটর্সকেও উড়িয়ে দিল বাংলা টাইগার্স। গতকাল আন্দ্রে রাসেল, ওয়াহাব রিয়াজদের ডেকানকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলা টাইগার্স। এই ম্যাচেও বাংলা টাইগার্সের ব্যাটসম্যানরা দুর্দান্ত ব্যাটিং করেছে। বিশেষ করে আফগান ক্রিকেটার হজরতুল্লাহ জাজাই ব্যাট হাতে ঝড় তুলেছেন। আগের ম্যাচে ৯ বলে ৩৪ রান করে ম্যাচ জেতানো জাজাই গতকাল তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। শুরু দুই ম্যাচে ছন্দ খুজে না পাওয়া বাংলা টাইগার্সের ব্যাটসম্যানরা পরের তিন ম্যাচে পেয়েছে পথের দিশা। আর তাতেই তাদের ব্যাটে রানের বান। প্রথম দুই, তিনজন ছাড়া বাকিদের ব্যাটই করতে হচ্ছে না। গতকালও যেমন তিনজন মাত্র ব্যাট করেছেন। আর তাতেই তুলে নিয়েছেন টুর্নামেন্টে নিজেদের টানা তৃতীয় জয়। টসে জিতে ডেকান গ্লেডিয়েটর্সকে ব্যাট করার আমন্ত্রন জানায় বাংলা টাইগার্স অধিনায়ক। ইনিংসের দ্বিতীয় এবং নিজের প্রথম ওভারেই আঘাত হানেন মোহাম্মদ আমির। ৬ বলে ১১ রান করা কেডমোরকে বিদায় করেন টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নামা আমির। পরের ওভারে জেমস ফকনারের আঘাত। তার শিকার নজিবুল্লাহ জাদরান। ১ রান করেছেন এই আফগান। টম বেন্টনের সাথে যোগ দিয়ে ঝড় তোলার চেষ্টা করেছিলেন টম মুরস। কিন্তু সে সুযোগ দিলেননা করিম জানাত। ৪ বলে ১৩ রান করা মুরসকে ফিরিয়ে এজুটি ভাঙ্গেন জানাত। তবে ডেকান শিবিরে সবচাইতে বড় ধাক্কাটা দেন হাওয়েল। ভয়ংকর আন্দ্রে রাসেলকে বোল্ড করে ফেরান হাওয়েল। তবে একপপ্রান্ত আগলে রাখা বেন্টন চেষ্টা করছিলেন দলকে টেনে নেওয়ার। শেষ পর্যন্ত তাকে থামান হাওয়েল। দারুন এক ক্যাচ নেন ইসুরু উদানা। ১৮ বলে ২টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ৩০ রান করে আসেন বেন্টন। ডেভিড ওয়েইসের সাথে যোগ দিয়ে শেষ ১৩ বলে ঝড় তোলেন ওডিন স্মিথ। শেষ ১৩ বলে এদুজন যোগ করেন ৩১ রান। যেখানে স্মিথের অবদান ৮ বলে ২৬ রান। যেখানে তিনি একটি চারের পাশাপাশি ৩টি ছক্কা মেরেছেন। আর ওয়েইস অপরাজিত ছিলেন ১৪ বলে ২৫ রান করে। যেখানে তিনি তিনটি ছক্কা মেরেছেন। শেষ পর্যন্ত ডেকান গ্লেডিয়েটর্সের স্কোর গিয়ে দাড়ায় ১১৬। বেনি হাওয়েল নিয়েছেন ২টি উইকেট। ১১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুন শুরু করে বাংলা টাইগার্সের দুই ওপেনার জনসন চার্লস এবং হজরতুল্লাহ জাজাই। ২ ওভারে ৩৪ রান করে বিচ্ছিন্ন হন দুজন। ১০ বলে ২টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ২২ রান করা চার্লসকে ফিরিয়ে এজুটি ভাঙ্গেন স্মিথ। এরপর জাজাই এর সাথে উইল জেকস যোগ দিলে দ্রুত ঘুরতে থাকে বাংলা টাইগার্সের রানের চাকা। বিশেষ করে জাজাই ছিলেন ঝড়ের বেগে। দ্বিতীয় উইকেটে ৩৭ বলে ৮৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জিতিয়ে তবেই ফিরেন এই আফগান। ২২ বলে হাপ সেঞ্চুরি পুরন করা জাজাই অপরাজিত থাকেন ২৬ বলে ৫৯ রান করে। যেখানে তিনি ৩টি চার এবং ৫টি ছক্কা মেরেছেন। আর উইল জেকস অপরাজিত ছিলেন ১৩ বলে ২৮ রান করে। যেখানে তিনি ৩টি চার এবং ২টি ছক্কা মেরেছেন। আজ টিম আবুধাবীর সাথে নিজেদের ষষ্ট ম্যাচ খেলবে বাংলা টাইগার্স।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের স্পিন চ্যালেঞ্জ নিয়ে চিন্তা নেই বাবর আজমদের
পরবর্তী নিবন্ধউইজডেনের বিশ্বসেরা ওয়ানডে একাদশে সাকিব