মানসিক প্রসন্নতা আমাদের প্রাজ্ঞতার শিক্ষা দেয়

লিপি বড়ুয়া | শুক্রবার , ২৬ নভেম্বর, ২০২১ at ৭:৪৭ পূর্বাহ্ণ

অশান্ত চিত্তে সমস্ত রকম অকুশল চিন্তার জন্ম নেয়। যে কোনো বিষয়ে কাজ করতে গেলে শান্ত পরিশুদ্ধ মনে একটু ভাবতে হবে। আমার দ্বারা সৃষ্ট কর্মে কারো কোনো রকম ক্ষতি হচ্ছে কিনা সে দিকে সজাগ থাকতে হবে। মানসিক প্রসন্নতা আমাদের প্রাজ্ঞ হয়ে উঠতে সহযোগিতা করে। মানুষ উত্তেজনার বশবর্তী হয়ে অনেক সময় নানারকম সমস্যা সৃষ্টি করে। যা পরিবার, সমাজ এবং দেশের জন্য কখনো সুখকর নয়। আসুন আমরা মনের যত্ন নিতে শিখি। নিজের মনকে কিভাবে সুন্দর রাখা যায় সে চেষ্টায় রত থাকি। হইচই না করে চারপাশে ঘটে যাওয়া বিষয়কে জ্ঞান দিয়ে বিচার বিশ্লেষণ করার মানসিকতা পোষণ করা একান্ত প্রয়োজন। সমাজ ধর্ম সবকিছুই মানবের কল্যাণের জন্য। সুন্দর কর্মের মাধ্যমে ধর্ম রক্ষা করা সম্ভব। অসৎ আচরণ এর দ্বারা কখনো নিজেকে যেমন ভালো রাখা যায় না অপরদিকে সমাজের ও উন্নতি সাধন করা সম্ভব হয়ে ওঠে না। সময় এসেছে মানবিক মূল্যবোধ জাগ্রত করার। মনের প্রসন্নতা আনায়ন করে জ্ঞান এর গভীরতা দিয়ে আমাদের সকলের অন্তর দৃষ্টি জাগ্রত করতে হবে। স্থির চিত্তে নিজের মনের উপর দৃষ্টিপাত করলে খুব সহজে ভালো মন্দ অনুধাবন করা সম্ভব।
ভালোর সাথে আলোর পথে এগিয়ে যেতে সবাই দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার সময় এসেছে। পরিবার সুন্দর হলে সমাজ সুন্দর হবে। সমাজ সুন্দর হলে দেশের সৌন্দর্য বৃদ্ধি পাবে। চিত্তের অস্থিরতা কখনো কোনো সুফল বয়ে আনতে পারে না। তাই বিশ্বলোকে শান্তির বাতাবরণ ছড়িয়ে দিতে মানসিক প্রসন্নতার বিকল্প নেই।
লেখক : কবি

পূর্ববর্তী নিবন্ধসন্তানের প্রতি দায়িত্ববোধ এবং ইন্টারনেট প্রেম
পরবর্তী নিবন্ধগণপরিবহণে শিক্ষার্থীদের হাফ পাস ভাড়ার দাবি