দেখে মনে হয় অফিসগামী কিংবা অফিস ফেরত ভদ্রলোক। চলে এক সাথে, বাসে চড়ে একত্রে। আবার সুযোগ বুঝে টার্গেট করা ব্যক্তির পকেট কাটতেও যৌথ প্রয়াস কাজে লাগায়। বাসে একেকজনের থাকে একেক দায়িত্ব। ডবলমুরিং থানা পুলিশ এমন একটি ‘ভদ্রবেশী’ পকেটমার চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে।
গতকাল মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ওসি আবুল কাশেম ভূঁঁইয়া আজাদীকে বলেন, পকেটমার চক্রের এই সাত সদস্য হলো গাজীপুরের সোহাগ শেখ (৩২), রাজশাহীর আতাউর রহমান (৪০) ও একরামুল হক (৩৯), কর্ণফুলীর আব্দুল কাদের (৫০) ও ফারুকুজ্জামান মুমিন, মুন্সিগঞ্জের হাফিজুর রহমান সুমন ও নারায়ণগঞ্জের হাসান মাহমুদ (৪৪)। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া নগদ ২৫ হাজার টাকা জব্দ করা হয়।
ওসি ডবলমুরিং ঘটনার বিবরণে জানান, ১০ অক্টোবর দুপুরে চিটাগাং ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলেজি ট্রিপলি বিভাগের সাত ছাত্র পতেঙ্গা থেকে আগ্রাবাদ আসার জন্য ১০ নম্বর বাসে উঠেন। তারা যখন আগ্রাবাদ বাদামতলী মোড় আসেন তখন তাদেরই একজন সেফায়েত উল্লাহর প্যান্টের পকেট থেকে ২ হাজার টাকা মারে। তা দেখে ফেলেন তাদেরই আরেকজন ইমদাদুল হক নাবিল। এ সময় বাস থেকে পকেটমার চক্রের দুই সদস্য ফারুকুজ্জামান মুমিন ও হাফিজুর রহমান সুমনকে হাতেনাতে ধরে পুলিশে দেন। ওই ছাত্ররা মনে করেছিলেন পকেটমার চক্রে ওই দুজনই ছিল। কিন্তু মামলার পর পুলিশি তদন্তে বের হয়ে আসে অন্য কথা। মামলার তদন্ত কর্মকর্তা এসআই কামাল উদ্দীন বলেন, দুই আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদ শেষে জানাতে পারি তারা একটি গ্যাং হয়ে কাজ করে। চুরি ছাড়া তাদের অন্য কোনো পেশা নেই। নগরীর বিভিন্ন এলাকায় প্রায় এক মাস ধরে নিম্নমানের আবাসিক হোটেলে থাকে তারা। মূলত পতেঙ্গা থেকে বহদ্দারহাট, কাটগড় থেকে অলংকার, অলংকার থেকে নিউ মার্কেট রুটে চলাচলরত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরাই তাদের টার্গেট। তারা সবাই একসাথে বাসে উঠে টার্গেট করা যাত্রীর আশপাশে অবস্থান নেয়। পরে নিজেরাই ভিড় করে ওই যাত্রীর পকেট কাটে। পরে সবাই গাড়ি থেকে নেমে পরে। এভাবে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নিয়ম করে পকেট মারে তারা। দুজনকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে সোমবার পুরো দিন অভিযান চালিয়ে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।