চিটাগং এক্স শাহীন এসোসিয়েশনের মতবিনিময় সভা

| বুধবার , ২৪ নভেম্বর, ২০২১ at ১১:০০ পূর্বাহ্ণ

চিটাগং এক্স শাহীন এসোসিয়েশনের নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের আয়োজনে মতবিনিময় সভা গত শনিবার সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার মো. আবু সাঈদের সভাপতিত্বে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার সৈয়দ শামসুন নাহার বাবলী, ইকবাল হোসেন, জাফর ইকবাল, মোস্তাক আহমেদ তালুকদার ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার সুজাউদ্দিন বাবু। নির্বাচন পূর্ব মতবিনিময় সভায় কার্যকরী কমিটির সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীরা নির্বাচন নিয়ে তাদের প্রস্তাবনা তুলে ধরেন। সভায় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় বাসের ধাক্কায় বৃদ্ধ পথচারী নিহত
পরবর্তী নিবন্ধভদ্রবেশী পকেটমার