সিটি মেয়র এম. রেজাউল করিমের সাথে পাহাড়তলী রেলওয়ে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ সম্প্রতি এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং বাজারের বিভিন্ন সমস্যা নিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন।
উক্ত স্মারকলিপিতে বাজারের রাস্তাঘাট মেরামত, এলইডি লাইট স্থাপন, পরিচ্ছন্ন কর্মী বৃদ্ধি করা, ময়লা ফেলার স্থান পরিবর্তন ও ভেলুয়ার দীঘির সৌন্দর্য বর্ধনে বাজার কমিটি ও ব্যবসায়ীদের সমন্বয়রণসহ বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়। মেয়র উক্ত বিষয়গুলো যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। এ সময় বাজারের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।