পোশাক শিল্প শ্রমিকদের মাঝে গণটিকাদান কর্মসূচির উদ্বোধন

শ্রমিকরা সুস্থ থাকলে দেশের অর্থনীতিও সুস্থ থাকবে

| বুধবার , ২৪ নভেম্বর, ২০২১ at ১০:৪২ পূর্বাহ্ণ

করোনা সংক্রমণ প্রতিরোধে চট্টগ্রামস্থ সকল পোশাক শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের গণটিকাদান কর্মসূচি গতকাল মঙ্গলবার নাসিরাবাদস্থ আরডিএম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইউনি গার্মেন্টস্‌্‌ লিঃ প্রাঙ্গণে উদ্বোধন করা হয়েছে। বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী, চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩ পুলিশ সুপার মোহাম্মদ সোলাইমান, কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর চট্টগ্রাম ডিআইজি আবদুল্লাহ আল সাকিব মুবাররাত।
আরো উপস্থিত ছিলেন- বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক এএম শফিউল করিম (খোকন), এম. আহসানুল হক, মো. হাসান (জ্যাকী), মিরাজ-ই-মোস্তফা (কায়সার), প্রাক্তন প্রথম সহ-সভাপতি এস.এম. আবু তৈয়ব, প্রাক্তন সহ-সভাপতি মোহাম্মদ ফেরদৌস, প্রাক্তন পরিচালক শেখ সাদী, খন্দকার বেলায়েত হোসেন, মোহাম্মদ আতিক।অনুষ্ঠানের সভাপতি বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন-করোনা মহামারীর প্রেক্ষিতে পোশাক শিল্পে চরম বিপর্যয় নেমে এসেছিল। শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর প্রণোদনা ঋণ সহায়তা ও স্বাস্থ্যবিধি প্রতিপালন পূর্বক কারখানা খোলা রাখার সিদ্ধান্তের ফলশ্রুতিতে বর্তমানে বিদেশী ক্রেতা কর্তৃক রপ্তানি আদেশ বৃদ্ধির প্রেক্ষিতে পোশাক শিল্প ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ডাঃ হাসান শাহরিয়ার কবীর বাংলাদেশের অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য পোশাক শিল্প মালিক ও শ্রমিকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়তলী রেলওয়ে বাজার সংস্কারের দাবিতে মেয়রকে স্মারকলিপি
পরবর্তী নিবন্ধগান করতে সৌদি আরব যাচ্ছেন মমতাজ