এবার অক্সিজেন জেনারেটর পাচ্ছে জেনারেল হাসপাতাল

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৪ নভেম্বর, ২০২১ at ১০:২৩ পূর্বাহ্ণ

এবার অক্সিজেন জেনারেটর পাচ্ছে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল। এটি সরাসরি বাতাস থেকে অক্সিজেন প্রস্তুত করে থাকে। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর ৩৯টি অক্সিজেন জেনারেটর ক্রয় করেছে। এর মধ্য থেকে একটি অক্সিজেন জেনারেটর চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বরাদ্দ দেয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি বলেন, এই অক্সিজেন জেনারেটর মিনিটে ৫০০ লিটার অক্সিজেন তৈরি করতে সক্ষম। কিন্তু লিকুইড অক্সিজেন তৈরিতে খরচ বেশি। সে তুলনায় এটিতে খরচ কম। অবশ্য অক্সিজেন জেনারেটরে উৎপাদনের পরিমাণ কম হওয়ায় লিকুইড অক্সিজেন উৎপাদনও অব্যাহত রাখতে হবে। মেশিনটি স্থাপনের জায়গা নির্ধারণ হয়ে গেছে। আগামী এক মাসের মধ্যে এ মেশিন হাসপাতালে পৌঁছে যাবে। প্রসঙ্গত, এর আগে লিকুইড অক্সিজেন উৎপাদনে অক্সিজেন প্লান্ট স্থাপন করা হয়েছে জেনারেল হাসপাতালে।

পূর্ববর্তী নিবন্ধআদালতে ৯ জনের বিরুদ্ধে মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ
পরবর্তী নিবন্ধচতুর্থ ধাপের ইউপি ভোট পিছিয়ে ২৬ ডিসেম্বর