অবাধ ও সুষ্ঠু ভোট করতে আইনশৃঙ্খলা বাহিনী বদ্ধপরিকর

রাঙ্গুনিয়ায় প্রার্থীদের সাথে মতিবিনিময়ে ওসি

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ নভেম্বর, ২০২১ at ১০:৫৪ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ করতে আইনশৃঙ্খলা বাহিনী জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে বলে জানিয়েছে থানার ওসি মো. মাহবুব মিলকী। গতকাল সোমবার উপজেলার সরফভাটায় ইউপি সদস্য ও সংরক্ষিত ইউপি সদস্য প্রার্থীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, সুষ্ঠু ভোট নিশ্চিতে পুলিশের উচ্চ পর্যায়ের একাধিক কর্মকর্তা, অতিরিক্ত পুলিশের পাশাপাশি পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন থাকবে। যেখানে কেউ বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করার চেষ্টা করবে, সেখানেই শক্ত হাতে প্রশাসন তা মোকাবেলা করতে বদ্ধপরিকর।
ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রউফ মাস্টার, সহসভাপতি সামশুল ইসলাম, সাধারণ সম্পাদক আহসান হাবীব, আবুল কালাম, আবুল কালাম চৌধুরী প্রমুখ। সভা সঞ্চালনা করেন ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম।

পূর্ববর্তী নিবন্ধখুলশীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপ্রকল্পের রি-শিডিউল না হলে ১৫ ডিসেম্বরের পর কাজ বন্ধ রাখার ঘোষণা