দুঃখটাকে ছুটি আমরা সবাই দিয়ে দিতে চাই কিন্তু সে খুব কর্তব্যপরায়ণ এজন্য ছুটিকে তুচ্ছ করে।
যখন তখন কারণে অকারণে সে ছুটির কথা মুখে আনে না। জীবন অবসানে শুধু এর চির বিদায় হতে পারে তার আগে নয়। তাই ও সাথে সাথে চলে। বেঁধেছে ও সুখের সাথে জুটি এজন্য যদিও বলি দূর হ তবুও সে দূর হয় ঠিকই কিন্তু আবার ফিরে আসে। শৈশবের দুঃখ একরকম, কৈশোর যৌবন বার্ধক্য — সব জীবনে কমবেশি সে আছে এজন্য বার্ধক্যে সে আসলে যেতে আর বলি না। তার সাথে সখ্যতায় মাতি আমি। বলি কিরে এলি,আছিস কেমন বস একটু কিন্তু সে বসতে চায় না দ্রুত পালিয়ে যায়, কারণ তাকে জয় করতে যে শক্তি তা অর্জন করতে পারলে তার কাছে সে আসে ঠিকি কিন্তু ধৈর্য হারিয়ে ফেলে পালিয়ে বাঁচতে চায়। যৌবনে আমি তার সম্পর্কে জেনেছি, সে আসলে তাকে পাশ কাটানোর কৌশল রপ্ত করার অনুশীলন করেছি এজন্য সে এখন আমার কাছে ভোঁতা অস্ত্র বৈ কিছু নয়। তাই তাকে আজ ছুটি দিতে হয় না সে নিজেই পালিয়ে বাঁচে সুন্দর এ জীবন থেকে।