মৃত্যুহীন দিনের পর এক দিনে ৭ মৃত্যু

| সোমবার , ২২ নভেম্বর, ২০২১ at ১১:২৮ পূর্বাহ্ণ

করোনাভাইরাস মহামারীতে প্রায় ২০ মাস পর মৃত্যুহীন একটি দিন পার করার পরদিন আরও ৭ জনের মৃত্যুর খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল রোববার সকাল পর্যন্ত মারা যাওয়া এই সাতজনকে নিয়ে দেশে কোভিডে মৃত্যুর মোট সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৫৩ জনে। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৯৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। তাতে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ১৫ লাখ ৭৪ হাজার ৮৮ জন হয়েছে। সরকারের হিসাবে ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন আরও ১৯২ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৩৮ হাজার ১৯৮ জন সুস্থ হয়ে উঠলেন। এই হিসাব অনুযায়ী, দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৯৩৭ জন। অর্থাৎ, জানা হিসেবে এই সংখ্যক মানুষ এখন করোনাভাইরাস সংক্রমিত অবস্থায় রয়েছেন। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাই অটিজম সেন্টারে রয়েল চাটার্ড ও রোটারী নেতৃবৃন্দ
পরবর্তী নিবন্ধচসিক স্বাস্থ্য বিভাগের ইপিআই ত্রৈমাসিক সমন্বয় সভা