মীরসরাই অটিজম সেন্টারে রয়েল চাটার্ড ও রোটারী নেতৃবৃন্দ

মীরসরাই প্রতিনিধি | সোমবার , ২২ নভেম্বর, ২০২১ at ১১:২৭ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে অটিজম সেন্টার পরিদর্শন করেছেন ঢাকা রয়েলের চাটার্ড প্রেসিডেন্ট দাতো শিরিন বন্ড ও রিজিওনাল রোটারি ফাউন্ডেশনের কোর্ডিনেটর ড. মির আনিসুজ্জামান।গতকাল রোববার পরিদর্শন টিম মীরসরাই অটিজম সেন্টারে পৌঁছলে উন্নয়ন সংস্থা অপকা ও অটিজম সেন্টারের কর্মকর্তারা তাদের স্বাগত জানান।
এসময় ড. মির আনিসুজ্জামান ও অটিজম সেন্টারের জন্য সহযোগিতা করার আশ্বাস দেন।
এর আগে অতিথিরা মস্তান নগরস্থ টেকনিক্যাল স্কুল পরিদর্শন করেন। ওই টেকনিক্যাল স্কুলটি ইউসেফ, ক্লিফটন এবং অপকার যৌথ প্রয়াস। টেকনিক্যাল স্কুলে ইন্ডাস্ট্রিয়াল সুইং অপারেশন এবং ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইসটেন্যান্স কার্যক্রম শেখানো হয় বিনামূল্যে। এতে উপস্থিত ছিলেন অপকার প্রধান নির্বাহী ও অটিজম সেন্টারের প্রকল্প পরিচালক মো. আলমগীর, অটিজম সেন্টারের সমন্বয়কারী শরফুদ্দীন কাশ্মীর, সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম খোকা ও অটিজম সেন্টার ও স্কুলের শিক্ষার্থীরা।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু
পরবর্তী নিবন্ধমৃত্যুহীন দিনের পর এক দিনে ৭ মৃত্যু