ঢাকায় পাকিস্তানের টেস্ট দল

| সোমবার , ২২ নভেম্বর, ২০২১ at ১১:১৫ পূর্বাহ্ণ

টি-টোয়েন্টি সংস্করণের বেশ কয়েকজন আছেন পাকিস্তানের টেস্ট দলেও। টেস্ট সিরিজ সামনে রেখে তাদের সঙ্গে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন টেস্ট দলের বাকি সদস্যরা। শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে রোববার সন্ধ্যায় পা রাখে পাকিস্তান টেস্ট দলের বাকি ১৪ সদস্য। তারা হলেন, আব্দুল্লাহ শফিক, আবিদ আলি, আজহার আলি, বিলাল আসিফ, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, ইমাম-উল-হক, কামরান গুলাম, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, নুমান আলি, সাজিদ খান, সৌদ সাকিল ও জাহিদ মাহমুদ। আগামী ২৬ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয়টি শুরু ৪ ডিসেম্বর, ঢাকায়। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজ।
পাকিস্তান টেস্ট দল: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, আবিদ আলি, আজহার আলি, বিলাল আসিফ, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলি, ইমাম-উল-হক, কামরান গুলাম, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, নুমান আলি, সাজিদ খান, সরফরাজ আহমেদ, সৌদ সাকিল, শাহিন শাহ আফ্রিদি, জাহিদ মাহমুদ।

পূর্ববর্তী নিবন্ধকাতার বিশ্বকাপের সপ্তম স্টেডিয়াম প্রস্তুত
পরবর্তী নিবন্ধমাঠে ঢুকে পড়া সেই দর্শক কারাগারে