রেলওয়ে পূর্বাঞ্চলের বহরে যুক্ত হচ্ছে আরো ১০টি শক্তিশালী ইঞ্জিন। গতকাল দক্ষিণ কোরিয়া থেকে চট্টগ্রাম বন্দর এসেছে ১০টি মিটার গেজ ইঞ্জিন। ইঞ্জিনগুলো বন্দর থেকে খালাসের পর পাহাড়তলী ডিজেল লোকোমোটিভ শপে নিয়ে যাওয়া হবে। এরপর এগুলোর টেস্ট ট্রায়াল দেওয়া হবে এবং ট্রায়ালের পর রেলওয়ে পূর্বাঞ্চলের বহরে যুক্ত হবে। ইঞ্জিনগুলো ৩ হাজার সিরিয়ালের। দক্ষিণ কোরিয়ার হুন্দাই রোটেম কোম্পানির কাছ থেকে ইঞ্জিনগুলো ক্রয় করা হয়েছে।
কোরিয়া থেকে মোট ৩০টি ইঞ্জিন কেনার চুক্তি হয়েছে। এর মধ্যে আগে ২০টি ইঞ্জিন এসেছে। বাকি ১০টি ইঞ্জিন এসেছে এ চালানে।