টিভি দেখার রিমোট নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে চট্টগ্রামে ছেলের আঘাতে পিতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরে পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর পাথরঘাটা বান্ডেল রোডের সেবক কলোনির বাসায় গত শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে রাত এগারটার দিকে ছেলে নয়ন দাশকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ। নিহত বালাম দাশ (৬৫) সিটি করপোরেশনের সাবেক পরিচ্ছন্ন কর্মী। তার ছেলে নয়ন বর্তমানে করপোরেশনের পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করছেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দীন আজাদীকে বলেন, গত শনিবার সন্ধ্যায় নিজ বাসায় টিভি দেখার রিমোর্ট নিয়ে বালাম দাশের সঙ্গে তার ছেলের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। ঝগড়ার এক পর্যায়ে নয়ন তার বাবাকে ধাক্কা দেন। এ সময় তিনি ঘরের ভেতরে থাকা সোফার হাতলে পড়ে ঘাড়ে ও মাথায় জখম হয়। বুকে ব্যথা অনুভব করলে পরিবারের অন্য সদস্যরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বালামের বুকের বাম পাশে ফোলা দাগ ও অন্ডকোষে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নয়নের বড় ভাই সাগর দাশ বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা করেছেন। ঘটনার পরপর পাথরঘাটা এলাকা থেকে নয়ন দাশকে গ্রেপ্তার করা হয়। আজ (রোববার) তাকে আদালতে পাঠানো হয়েছে।