গ্রেপ্তার ওয়াহিদকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

কোপানোর পর পাথর নিক্ষেপ ঘটনায় দুজনের জামিন

আজাদী প্রতিবেদন | সোমবার , ২২ নভেম্বর, ২০২১ at ৬:০৫ পূর্বাহ্ণ

নগরীর পাঁচলাইশ থানাধীন মির্জারপুল এলাকায় ফুটপাত ও ভ্রাম্যমাণ দোকানের চাঁদাবাজিকে কেন্দ্র করে মো. আরিফ নামের একজনকে কুপিয়ে হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার ওয়াহিদুল ইসলামকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার মহানগর হাকিম সারোয়ার জাহানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে পুলিশের পক্ষ থেকে ওয়াহিদুল ইসলামের ৫ দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক তা নাকচ করে দেন। এদিকে একই সময় ঘটনায় গ্রেপ্তার আকাশ দত্ত ও নয়ন দাশ নামের দুজনের জামিন মঞ্জুর করেন আদালত।
গত ১৭ নভেম্বর মির্জারপুল এলাকায় মো. আরিফকে কুপিয়ে ও পাথর নিক্ষেপ করে হত্যার চেষ্টা করা হয়। এ ঘটনায় আরিফের বড় ভাই মো. কামাল উদ্দিন পাঁচলাইশ থানায় একটি মামলা করেন।

পূর্ববর্তী নিবন্ধআজ টাইগারদের হোয়াইটওয়াশ এড়ানোর মিশন
পরবর্তী নিবন্ধছেলের ধাক্কায় বাবার মৃত্যু