প্রথম টি-টোয়েন্টিতে নেই ইমাদ-আসিফ

| শুক্রবার , ১৯ নভেম্বর, ২০২১ at ৬:০৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ সফরে আসা পাকিস্তান প্রথম ম্যাচের আগের দিন ঘোষণা করেছে ১২ জনের দল। সিরিজ শুরুর টি-টোয়েন্টিতে নেই বাঁহাতি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম ও বিস্ফোরক ব্যাটসম্যান আসিফ আলি। বিশ্বকাপ সেমি-ফাইনালে খেলা একাদশের আট জন আছেন এই ম্যাচের দলে। সঙ্গে রাখা হয়েছে দুই মিডল অর্ডার ব্যাটসম্যান হায়দার আলি ও খুশদিল শাহ এবং দুই অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে। প্রথম টি-টোয়েন্টির ১২ জনের দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, হাসান আলি, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর কথায় উজ্জীবিত মাহমুদউল্লাহ
পরবর্তী নিবন্ধকাতার বিশ্বকাপ নিশ্চিত যাদের