বাংলাদেশ-পাকিস্তান ১ম টি-টোয়েন্টি ম্যাচ আজ। আর দেড় বছরের বেশি সময় পর বাংলাদেশে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ম্যাচের ক্রিকেট মাঠে দর্শক উপস্থিত থাকবেন। তবে গ্যালারির সমর্থন শুধু বাংলাদেশ পাবে তা নয়, পাকিস্তানও আওয়াজ পাবে বলে আশা বাবর আজমের। আগের ও এবারের অভিজ্ঞতা থেকে পাকিস্তান অধিনায়ক বলছেন, পাকিস্তান দলের সমর্থক বাংলাদেশে অনেক। পাকিস্তানের হয়ে বাংলাদেশে এখনও খেলার সুযোগ পাননি বাবর। তবে এখানে বিপিএল এবং মোহামেডানে খেলে গেছেন তিনি।
এদেশে পাকিস্তানের অনেক সমর্থকের কথা শুনেছেন বাবর। এবার অনুশীলনেও নমুনা কিছু দেখা হয়ে গেছে তার। সব মিলিয়ে ভিন দেশের গ্যালারিতেও প্রেরণার উৎস অনেক পাবেন বলে তিনি আশাবাদী জানালেন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে। ‘যখনই আমরা অনুশীলন করতে গিয়েছি, পুরো পথে লোক দাঁড়িয়ে থেকেছে, আমাদের চিয়ার আপ করেছে, হাত নাড়িয়েছে। আমার তাই মনে হয়, বাংলাদেশের পাশাপাশি আমাদেরও অনেক সমর্থক আছে এখানে। অনুশীলনের সময়ও সেখানে লোকে আমাদের দেখেছে, চিয়ার আপ করেছে।’‘কোভিডের পর এখানে প্রথমবার দর্শক প্রবেশের অনুমতি মিলেছে, এটা দারুণ ব্যাপার। ক্রিকেটার হিসেবে, দল হিসেবে আমরা উপভোগ করব এবং বাংলাদেশে আমরা যখনই এসেছি, দর্শক সবসময় আমাদের চিয়ার আপ করেছে। শুধু নিজেদের দলই নয়, পাকিস্তান দলকেও ওরা সমর্থন করেছে বেশ। এটা আমাদের বেশ ভালো লাগে এবং সহায়তাও করে।’