বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ হাজার ৪০০ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় বাঁশখালীর প্রধান সড়কের কক্সবাজার-পেকুয়া সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
বাঁশখালী থানা পুলিশ সূত্রে জানা যায়, বাঁশখালী থানা পুলিশের এসআই মং থোয়াই হ্লা চাক-এর নেতৃত্বে পুলিশ আজ মঙ্গলবার সন্ধ্যায় বাঁশখালীর সর্বশেষ দক্ষিণ সীমান্তের প্রধান সড়কের কক্সবাজার-পেকুয়া সংযোগস্থলে পুঁইছড়ি ফুটখালী ব্রিজের পাশে অভিযান পরিচালনা করে ৪ হাজার ২০০ পিস ইয়াবাসহ কুষ্টিয়ার মীরপুর বলবাড়িয়া এলাকার আজিম উল্লাহ-এর পুত্র রাজীব(২৬) এবং বাঁশখালীর শীলকূপের মাইজপাড়া এলাকার মৃত ছিদ্দিক আহমদের পুত্র রফিক আহমদকে(৫২) গ্রেফতার করে।
একই স্থানে অপর অভিযানে ২ হাজার ২০০ পিস ইয়াবাসহ ঈদগাঁও মেহেরঘোনা এলাকার আবুল ফয়েজের পুত্র ওবায়দুল হক(১৮), ঝিমংখালী নয়াপাড়া এলাকার আবদুল গফুরের পুত্র সরোয়ার কামালকে(২০) গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, “বাঁশখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুঁইছড়ি ফুটখালী ব্রিজের পাশে পৃথক অভিযান পরিচালনা করে ৬ হাজার ৪০০ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করে।”
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।