চট্টগ্রাম প্রেস ক্লাব-সাইফ পাওয়ারটেক লিমিটেড বার্ষিক ক্রীড়ার ক্যারম পঞ্চাশোর্ধ্ব এককের প্রথম রাউন্ডের খেলাসমূহ সোমবার সম্পন্ন হয়েছে। এতে ক গ্রুপ থেকে এম নাসিরুল হক, রাশেদ মাহমুদ, যীশু রায় চৌধুরী, খ গ্রুপ থেকে কুতুব উদ্দিন চৌধুরী, সহিদুল ইসলাম সহিদ, মো. আইয়ুব আলী প্রতিপক্ষকে হারিয়ে পরবর্তী রাউন্ডে উঠেছেন। একইসাথে গ গ্রুপ থেকে আবুল কালাম বেলাল, প্রভাত বড়ুয়া এবং ঘ গ্রুপ থেকে আসিফ সিরাজ, কামাল উদ্দিন খোকন, মাহবুব উর রহমান, রোকসারুল ইসলাম প্রতিপক্ষকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেন। খেলাসমূহ পরিচালনা করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু। আজ মঙ্গলবার ক্যারম অনূর্ধ্ব পঞ্চাশ দ্বৈতের খেলাসমূহ প্রেস ক্লাবের স্পোর্টস জোনে অনুষ্ঠিত হবে। এতে ক গ্রুপ থেকে ম. শামসুল ইসলাম-সাইদুল ইসলাম জুটি মোরশেদুল আলম-হুমায়ুন মাসুদ জুটির এবং ফারুক তাহের-রেজা মুজাম্মেল জুটি রতন বড়ুয়া-সুবল বড়ুয়া জুটির মুখোমুখি হবেন। খ গ্রুপ থেকে সাইদুল আজাদ-আরিফ রায়হান জুটি শৈবাল আচার্র্য্য-সবুর শুভ জুটির এবং নজরুল ইসলাম-সঙ্গী জুটি মান্নান মেহেদী-ফরিদ উদ্দিন জুটি পরস্পরের মোকাবেলা করবেন। প্রতিযোগীদের ফিকশ্চার অনুযায়ী নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার জন্য ক্রীড়া কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।