১১৯ রানেই শেষ চট্টগ্রামের ইনিংস

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ১৬ নভেম্বর, ২০২১ at ১০:৩৭ পূর্বাহ্ণ

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে রাজশাহীর হয়ে চট্টগ্রামের বিপক্ষে ইনিংসে ৬ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম। দ্বিতীয় দিনে সানজামুলের স্পিনের সামনে দাঁড়াতেই পারেনি চট্টগ্রাম বিভাগ। ৩০ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ১১৯ রানে গুটিয়ে গেছে তাদের প্রথম ইনিংস। দলটিকে বিশাল লক্ষ্য দেওয়ার পথে ছুটছে রাজশাহী বিভাগ। দিন শেষে দ্বিতীয় ইনিংসে রাজশাহীর সংগ্রহ ৫ উইকেটে ২৩২ রান। প্রথম ইনিংসে ৭৫ রানে এগিয়ে থাকা দলটির লিড এখন ৩০৭ রানের। ১১৮ বলে ৮৫ রানে খেলছেন প্রীতম কুমার। আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি করে ৫৫ বলে ৫১ রানে অপরাজিত ফরহাদ রেজা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৪ উইকেটে ৫৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা চট্টগ্রাম তাসামুল হক ও ইরফান শুক্কুরের ব্যাটে এগিয়ে যাচ্ছিল। কিন্তু দলীয় ৮৯ রানে এ জুটি ভাঙতেই ধস নামে তাদের ইনিংসে। তাসামুলকে (২৪) এলবিডব্লিউ করে প্রতিরোধ ভাঙেন সাকলাইন সজিব। এরপর সানজামুলের শিকার একে একে ইরফান (১৪), নাঈম হাসান, মেহেদি হাসান রানা ও সাজ্জাদুল হক। হাসান মুরাদকে ফিরিয়ে ইনিংস গুটিয়ে দেন সাকলাইন। ৪৩ রানে ৬ উইকেট নেন সানজামুল। প্রথম শ্রেণির ক্রিকেটে এই নিয়ে ২৩ বার ইনিংসে পাঁচ উইকেট পেলেন তিনি। আরেক বাঁহাতি স্পিনার সাকলাইন ১৫ রানে নেন ৩টি। দ্বিতীয় ইনিংসে শুরুতেই মিজানুর রহমানকে হারায় রাজশাহী। আরেক ওপেনার তানজিদ হাসান ৩৯ বলে ৬ চার ও একটি ছক্কায় করেন ৪৩ রান। টিকতে পারেননি মোহাইমিনুল খান। ইনিংস বড় করতে পারেননি জুনায়েদ সিদ্দিক (৯৬ বলে ৩০) ও ফরহাদ হোসেন (৩৫ বলে ১৮)। ১৩৩ রানে ৫ উইকেট হারানোর পর রাজশাহীর লিড বাড়ে প্রীতম ও ফরহাদ রেজার ব্যাটে। ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ৯৯ রানের জুটিতে দিন শেষ করেন দুজন। এই পথে প্রীতম ফিফটি করেন ৯১ বলে। ফরহাদের লাগে কেবল ৫৪ বল। ৮৪ রানে ৪ উইকেট নিয়েছেন তরুণ বাঁহাতি স্পিনার হাসান মুরাদ।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপ সেরা একাদশে ভারতের কেউ নেই
পরবর্তী নিবন্ধক্যারম পঞ্চাশোর্ধ্ব এককের প্রথম রাউন্ডের খেলা সম্পন্ন