চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, চসিকের সেবকেরা নগরীকে পরিচ্ছন্ন রাখে বলেই আমরা পরিচ্ছন্ন নগরীতে বাস করতে পারছি। সেবকদের যেভাবে মানুষ হিসেবে দেখা উচিত সে দৃষ্টিকোণ থেকে দেখা হয় না যা অত্যন্ত বেদনাদায়ক। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একান্ত ইচ্ছা ও প্রণোদনায় নগরীর পরিচ্ছন্ন কর্মীদের জন্য বাসযোগ্য অত্যাধুনিক আবাসন ভবন নির্মাণের উদ্যোগ সমাজের কর্মজীবী প্রান্তিক জনগোষ্ঠীর বাসস্থানের মৌলিক অধিকার পূরণের একটি ভিত্তিসোপান। এরই ধারাবাহিকতায় জামালখানস্থ ঝাউতলা সেবক কলোনীতে ১৪তলা ভবন নির্মাণ কাজ আগামী দু’এক দিনের মধ্যে শুরু হচ্ছে। তিনি সেবকদের দায়িত্ব পালনে আরো বেশি মনোযোগী হবার আহ্বান জানান।
গতকাল রোববার জামালখান ঝাউতলা সেবক কলোনীর নির্মাণের জন্য স্থানান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। কাউন্সিলর শৈবাল দাশ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর আঞ্জুমান আরা, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ, মনিরুল হুদা, নির্বাহী প্রকৌশলী রেজাউল বারী, সিবিএর সহ-সভাপতি জাহিদুল আলম চৌধুরী, চট্টগ্রাম দোকান মালিক সমিতির সভাপতি হাজী মো. সাহাবুদ্দিন, হরিজন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি বাদল চন্দ্র দাশ প্রমুখ।
মেয়র আরো বলেন, একসময় ঝাউতলা কলোনীটি ময়লার স্তূপসহ দুর্গন্ধময় স্থান ছিল। এখন সেবকরা তাদের জীবনমান ও স্বাস্থ্যগত দিক নিয়ে সচেতন হওয়ায় সম্পূর্ণ এলাকাটি উন্নত ও পরিচ্ছন্ন এলাকায় পরিণত হয়েছে। ১৪তলা ভবন নির্মাণ সম্পন্ন হলে এটি একটি অনন্য রূপ লাভ করবে। তিনি স্থানান্তরিত স্থানে গ্যাস, বিদ্যুৎ ও পানি দ্রুত সংযোগ দেওয়ার নির্দেশনা দেন। তিনি অনুষ্ঠান শেষে স্থানান্তরিত এলাকায় বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। প্রেস বিজ্ঞপ্তি।