নগরীর আগ্রাবাদ জাতিতাত্ত্বিক জাদুঘরের পাশে প্রথম কন্ডোমিনিয়াম প্রকল্প ‘ইকুইটি মিডসিটি’র ৪দিনব্যাপী উদ্বোধনী মেলা গতকাল শেষ হয়েছে। গত ১১ নভেম্বর শুরু হওয়া এই মেলায় বুকিংয়ে এপার্টমেন্টের মূল্যের ওপর ছিল ১০ শতাংশ ছাড়ের ব্যবস্থা। মেলার আয়োজকরা জানিয়েছে, যে উদ্দেশ্যে মেলার আয়োজন করা হয়েছে তা শতভাগ সফল হয়েছে।
ইকুইটির প্রপার্টি ম্যানেজমেন্টের কর্মকর্তারা জানান, ৪৫ কাঠা জমির ওপর গড়ে তোলা হচ্ছে ইকুইটি মিডসিটি। সবুজ স্থাপত্য নকশায় ১৭ তলা ভবনটিতে মোট এপার্টম্যান্ট রয়েছে ১৪৮টি। এপার্টম্যান্টগুলোর আকার ১ হাজার ২৫৬ বর্গফুট থেকে ১ হাজার ৫২৪ বর্গফুট পর্যন্ত। ভবনের বেসমেন্টের চার স্তরে মোট ৮৪টি কার পার্কিয়ের ব্যবস্থা রয়েছে। ভবনের প্রায় ৭ কাঠা জায়গার উপরে থাকবে সবুজ মাঠ। ভবনে ওঠানামার জন্য চারটা উচ্চগতিসম্পন্ন লিফট এবং স্বাস্থ্যসুরক্ষায় বহুমুখী ব্যবহার উপযোগী হেলথ ক্লাব।

ভবনের বাসিন্দাদের প্রাইভেসি রক্ষা এবং লিফটের ওপর বাড়তি চাপ কমাতে কমিউনিটি হল রাখা হয়েছে ভবনের প্রথম তলায়। দক্ষিণমুখী ভবনটির ছাদে বসে দেখা যাবে দূরের নীল আকাশ এবং বঙ্গোপসাগরে অবস্থান করা জাহাজের দৃশ্য; দেখা যাবে কর্ণফুলী নদীও উক্ত প্রকল্পটি নকশা করেন কোম্পানীর প্রধান স্থপতি আর্কিটেক্ট উ থেন য়াইন। মেলা প্রসঙ্গে ইকুইটি প্রপার্টি ম্যানেজম্যান্ট লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা এসএম জহিরুল আলম জুয়েল দৈনিক আজাদীকে বলেন, চারদিনের উদ্বোধনী মেলায় আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। বিশেষ করে মধ্যবিত্তশ্রেণীর অনেকে আমাদের মেলায় ভিড় করেছেন। মেলা উপলক্ষে আমরা ১০ শতাংশ ছাড় দিয়েছি। প্রতি স্কয়ার ফিটের মূল্য ৬ হাজার টাকা।












