মাদারবাড়ী শোভনীয়া ক্লাব আয়োজিত কে এম এজেন্সি আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন অনূর্ধ্ব-১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি। গতকাল শনিবার অনুষ্ঠিত প্রথম কোয়ার্টার ফাইনালে তারা ১-০ গোলে মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমিকে পরাজিত করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাময় এ খেলায় আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা এগিয়ে যায়। খেলার ৩৩ মিনিটে মোহাম্মদ মেজবাহর ফ্রি কিক থেকে গোল করেন মো. শাহাদাত হোসেন। এ খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন কালারফুল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমির মো. আশিকুর রহমান। তার হাতে পুরস্কার তুলে দেন ডা সৌরভ দে ডনি এবং মো. শাহজাহান সামির। আজ রোববার বিকাল ৩ টায় রাউজান কদলপুর ফুটবল একাডেমি এবং আনোয়ারা ফুটবল একাডেমির মধ্যে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।












