চট্টগ্রাম বিভাগীয় উশু প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন

| রবিবার , ১৪ নভেম্বর, ২০২১ at ১০:৫১ পূর্বাহ্ণ

বাংলাদেশ উশু ফেডারেশনের ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ১০ দিনব্যাপী চট্টগ্রাম বিভাগীয় উশু প্রশিক্ষণ কর্মসূচি গতকাল ১৩ নভেম্বর সিজেকেএস জিমন্যাশিয়ামে সমাপ্ত হয়। নেপাল থেকে আগত আন্তর্জাতিক প্রশিক্ষক মি. মোহন বাহাদুর পান্ডে মাগার এর তত্ত্বাবধানে ২০০ জন প্রশিক্ষণার্থী এতে অংশ নেন।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন প্রধান অতিথি সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। চট্টগ্রাম জেলা উশু এসোসিয়েশনের সভাপতি আমিনুল হক বাবু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম ও মো. মশিউর রহমান চৌধুরী, আন্তর্জাতিক উশু কোচ ও জাজ ডা. শফি, সিজেকেএস উশু কমিটির চেয়ারম্যান চন্দন ধর, সম্পাদক রেজিয়া বেগম ছবি, চট্টগ্রাম জেলা উশু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফয়সাল। আরো উপস্থিত ছিলেন সিজেকেএস নির্বাহী সদস্য আবুল হাসেম, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মো. হারুন আল রশীদ, সিজেকেএস কাউন্সিলর এইচ এম সোহেল, প্রবীণ কুমার ঘোষ, মো. লুৎফুল করিম সোহেল, এনামুল হক, জাফর ইকবাল, ওসমান গণি রানা, আলাউদ্দীন বেদন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে কালারপোল
পরবর্তী নিবন্ধআইসিসির হল অব ফেমে পোলক-জয়াবর্ধনে