অপেক্ষা

মিতা দাশ | শুক্রবার , ১২ নভেম্বর, ২০২১ at ৫:০২ পূর্বাহ্ণ

কেউ যখন কারো জন্য কিছু করতে পারে, তখন সবাই তাকে খুব ভালো বলে। কিন্তু যেই কোন কারণে সে ব্যক্তির করার প্রবল ইচ্ছে থাকা সত্ত্বেও কিছু করে উঠতে পারে না, তখন খুব খারাপ ভাবা হয় তাকে।একবারও অন্যের অপারগতার কারণ আর বিবেচনা করে দেখে না তখন মানুষ। সবাই শুধু নিজের দিকটাই ভাবে, অন্যের দিকের সমস্যার কথা কেউ ভাবে না। কেউ দুঃখ বা কষ্টের কথা শুনতে আগ্রহী নয়, সুখের ও আনন্দের কথা শুনতেই সবাই বেশি উৎসাহী। এখন নিজেকে বেশ জাহির করা, নিজের স্বার্থ দেখা, নিজেকে বড় করে তোলা এগুলো করতে গিয়ে কতটা যে নিজে ছোট হয়ে যাচ্ছে সবার কাছে সেদিকে আর কেউ তাকায় না। বাস্তব সত্য হলো এই, ভালো বা খারাপ কর্মের ফল কিন্তু আপনাকেই ভুগতে হবে। হয় কেউ তাড়াতাড়ি পেয়ে থাকে আর কেউ দেরীতে ভোগ করে। অনেকে আবার বুঝতে পারে না,এটা যে তার নিজের কৃতকর্মের ফল। তখনও বেশ অহংকার বা আত্মগরিমা ঠিক রেখে বলে বিধাতা আমাকে এত পরীক্ষা করছেন কষ্ট দিয়ে। একবারও ভেবে দেখেন না,এটা তার অন্য কে দেয়া কষ্টের ফল ভোগ করছেন। বয়স বা বিভিন্ন ধাপে বিভিন্ন পরিস্থিতির শিকার হতে হয় মানুষকে জীবনে চলার পথে। অনেকে বয়স অল্প থাকার ফলে বলে ওঠে, আমি হলে এগুলো একদম মেনে নিতাম না।পরে একসময় দেখা যায়,যে ব্যক্তি বলেছে আমি মেনে নিতাম না, তিনিই সবচেয়ে বেশি মেনে নেন তার বেলায়। আবার তখন আগের সুর পাল্টে নতুন সুরে বলেন, আসলে সময় বদলে গেছে এখন অনেক কিছু মেনে নিতে হয়, নইলে তাল মিলিয়ে চলা যায় না। অন্যের সম্পর্কে মানুষ যত তাড়াতাড়ি মন্তব্য করে বসেন, নিজের বেলায় ঘটলে তখন বুঝতে পারেন আসলে সমস্যা গুলো কতটা জটিল ছিলো? অন্যের যে নিন্দা করে,তার পেছনেও যে নিন্দার ঝড় ওঠে সেটা বুঝতে পারেন না। সময় সবচেয়ে বড় সত্যি বহন করে। কোন খারাপ মানুষ খুব ভালো থাকে তা আজ পর্যন্ত কেউ বলতে পারবে না। কোন না কোন বিপদ বা অশান্তি তাকে ঘিরে ধরেই। আর যে সবসময় ভালো থাকে তার হয়তো সাময়িক কষ্ট পেতে হয়, কিন্তু পরবর্তীতে সেই থাকে সবদিক থেকে সুখী। আসলে পৃথিবীর সকল সুখের ডাক নাম হলো “অপেক্ষা”।

পূর্ববর্তী নিবন্ধগ্যাসে চালিত যানবাহনের ভাড়া হ্রাস করুন
পরবর্তী নিবন্ধমানুষের দাম কমেছে!