গ্যাসে চালিত যানবাহনের ভাড়া হ্রাস করুন

| শুক্রবার , ১২ নভেম্বর, ২০২১ at ৫:০২ পূর্বাহ্ণ

দেশে প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে অস্থিরতা লেগেই আছে।মাঝখানে পড়ে ভোগান্তিতে রয়েছে সাধারণ জনগণ। হঠাৎ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করার ফলে দূরপাল্লার বাস ও গণপরিবহন গুলোর ভাড়া মাত্রা অতিরিক্ত বৃদ্ধি করেছে। তেল ও ডিজেল চালিত যানবাহনের পাশাপাশি গ্যাসে চালিত যানবাহনও তাদের সাথে তাল মিলিয়ে মাত্রা অতিরিক্ত ভাড়া আদায় করছে ফলে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্তদের জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। এমনকি শিক্ষার্থীদেরও পোহাতে হচ্ছে দেশের অনিয়মের অভিশাপ। অন্ততপক্ষে গ্যাসে চালিত যানবাহন গুলোর ভাড়া পূর্বের ন্যায় স্থির রাখলে জনগণ কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে। জনজীবনের দুর্ভোগ ও দেশের চলমান অস্থিরতা হ্রাস করতে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। যাতে বঙ্গবন্ধুর দেশে দুর্নীতিবাজরা মাথা চড়া দিয়ে উঠতে না পারে। সংশ্লিষ্ট বিষয় সমাধানে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

মো.আবু তারেক
শিক্ষার্থী, আইন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধঅজিতকুমার গুহ : কীর্তিমান রবীন্দ্রগবেষক
পরবর্তী নিবন্ধঅপেক্ষা