চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এম এ সালাম বলেছেন, উন্নত দেশ গঠনের লক্ষ্যে তরুণদের দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। হাটহাজারীর উত্তর মাদার্শার জমসেদিয়া তরুণ সংঘের সুবর্ণজয়ন্তী উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উদযাপন পরিষদের আহ্বায়ক শফিকুল আলম হেলালের সভাপতিত্বে ও সদস্য সচিব মুকতার হোসেন ও সংগঠনের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দীনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, নুর খান, অ্যাডভোকেট রফিকুল কাদের, অধ্যাপিকা এলিজাবেথ আরিফা মুবাশশিরা, ব্যাংকার শাহ আলম চৌধুরী, চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুকদার, শেখ গোলাম মুস্তফা, এনামুল হক চৌধুরী, বখতেয়ার আলম, ইদ্রিস মিয়া, রিদোয়ান আলম মিয়া, এ কে এম শহীদুল্লাহ চৌধুরী, এটিএম শাহাদাত হোসেন, রাশেদুল হক, জিয়াউর রহমান চৌধুরী, তাজউদ্দীন, জামসেদ উদ্দীন, সৈয়দ ইয়ার মুহাম্মদ, মিজানুর রহমান, ইলিয়াছ মিয়া, তারেক আজিজ, ইফতেখার ফয়সাল, আব্দুল্লাহ চৌধুরী, রাইসুল ইসলাম রাসেল, শওকত জাহান পাপন, ইমন ফারহান, ইফতেখার ইমন, ইমরুল কায়েস, রায়হান মাহমুদ প্রমুখ। উল্লেখ্য, সংগঠন প্রতিষ্ঠায় বিশেষ অবদানের জন্য ডা. জহির আহমদ ও নাজিম উদ্দীনকে মরণোত্তর সংবর্ধনা দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।











