সিজেকেএস সিডিএফএ আয়োজিত প্রথম বিভাগ ফুটবল লিগে গতকাল বুধবারের খেলায় আগ্রাবাদ নওজোয়ান এবং কর্ণফুলী ক্লাব পয়েন্ট ভাগ করে নিয়েছে। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দু’দলের খেলা গোলশূন্য ড্র হয়। দুই খেলা শেষে নওজোয়ানের পয়েন্ট ৪। সমান খেলায় কর্ণফুলী ২ পয়েন্ট পেয়েছে। নওজোয়ান নিজেদের প্রথম খেলায় জয় পেয়েছিল। কর্ণফুলী ক্লাব দুটি খেলাতেই ড্র করেছে। গতকালের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের খেলোয়াড় বিজয়। তাকে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর আবদুর রশীদ লোকমান। আজ প্রথম বিভাগ ফুটবল লিগে একটি খেলা অনুষ্ঠিত হবে।
এতে অংশ নেবে রাইজিং স্টার ক্লাব এবং পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা। বিকাল ৩টায় এ খেলা চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।