ফরহাদাবাদ শিশু পরিবারে ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ নভেম্বর, ২০২১ at ৮:৩৪ পূর্বাহ্ণ

হাটহাজারীর ফরহাদাবাদস্থ সরকারি শিশু পরিবার (বালক) এ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আন্তঃপরিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত মঙ্গলবার প্রতিষ্ঠানের খেলার মাঠে অনুষ্ঠিত হয়। শুরুতে ফেস্টুন ও রঙ-বেরঙ্গের বেলুন উড়িয়ে ফাইনাল খেলাটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানের উপতত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীর। ফাইনাল খেলায় শাপলা দল টাইব্রেকারে ৪-২ গোলে রজনীগন্ধা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে ‘প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট’ নির্বাচিত হয় শাপলা দলের উসামং মারমা। ম্যান অব দা ফাইনাল নির্বাচিত হয় শাপলা দলের পাইসিউ মারমা। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করে রজনীগন্ধা দলের জীবন শান্তি চাকমা এবং সেরা গোলরক্ষক হয় শাপলা দলের মো. ইমরান। প্রতিষ্ঠানের উপতত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম। সহকারি তত্ত্বাবধায়ক মো. মমিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পূনর্বাসন কেন্দ্রের উপ প্রকল্প পরিচালক জেসমিন আক্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক মুহাম্মদ হারুনুর রশিদ, অফিস সহকারি মো. কামরুল হাসান, শিক্ষক মো. আরিফ হোসেন, আউট রিচ ওয়ার্কার বিপুল কুমার পাল, ট্রেইনার সাইদুল ইসলাম, সমাজকর্মী লাভলী বড়ুয়া, রাজিয়া সুলতানা, ফাহমিদা খাতুন, নার্স শিরিন ইসলাম প্রমুখ। পরে প্রধান অতিথি চ্যাম্পিয়ন দল শাপলা ও রানার্স আপ রজনীগন্ধা দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধটিসিজেএ ফুটবলের ফাইনালে গাজী টিভি ও বৈশাখী টিভি
পরবর্তী নিবন্ধপ্রথম বিভাগ ফুটবল লিগে নওজোয়ান-কর্ণফুলী ড্র