স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন আয়োজিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে জিটিভি ও বৈশাখী টিভি। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে গাজী টিভি টাইব্রেকারে ৩-০ গোলে চ্যানেল ২৪ কে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র ছিল। দ্বিতীয় সেমিফাইনালে বৈশাখী টিভিও টাইব্রেকারে ৩-২ সময় টিভিকে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। এই ম্যাচটিও নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র ছিল। আগামীকাল শুক্রবার সকাল ৮ টায় গাজী টিভি ও বৈশাখী টিভি ফাইনালে মুখোমুখি হবে। প্রথম সেমিফাইনাল খেলায় গাজী টিভির গোল রক্ষক সুজিত সাহা সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। তার হাতে পুরষ্কার তুলে দেন চিটাগং কমিউনিকেশন লি: ( সিসিএল ) এর পরিচালক শ্যামল পালিত। দ্বিতীয় সেমিফাইনাল খেলায় বৈশাখী টিভির মো. সালাউদ্দিন সেরা খেলোয়াড় মনোনিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন চ্যানেল ২৪ এর আঞ্চলিক আবাসিক প্রধান কামাল পারভেজ ।