উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়
রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান,রাঙ্গুনিয়ার উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যালয়ের হলরুমে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জসিম উদ্দিন তালুকদার। শিক্ষক মো. আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহিবুল কবির জাহেদী, উপাধাক্ষ্য মো. কামাল উদ্দিন, বাংলাদেশ পুলিশ পত্নীতলা সার্কেলের (নওগাঁ) অতিরিক্ত পুলিশ সুপার মো. আফতাব উদ্দিন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হারুন অর রশীদ প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
রায়পুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
আনোয়ারা প্রতিনিধি জানান,আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়ন বহুমূখী উচ্চ বিদ্যালয়ে গত শনিবার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের ইছালে সওয়াব উপলক্ষে মিলাদ মাহফিল বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবু ছাদেক চৌধুরী খোকন।
উপস্থিত ছিলেন দাতা সদস্য এম. নুরুন্নবী,অভিভাবক সদস্য নুরুল হক,আবদুল খালেক, মো. ফরিদ উদ্দিন,হাফেজ রেজাউল হক, শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, নাছিমা আক্তার ও মো. ইয়াছিন।