সদরঘাটে আগুন লেগেছে রাসায়নিক গুদামে

আজাদী অনলাইন | মঙ্গলবার , ৯ নভেম্বর, ২০২১ at ৯:৪৭ অপরাহ্ণ

নগরীর সদরঘাটে একটি রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের ২টি স্টেশনের ১০টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ। বাংলানিউজ

তিনি বলেন, “খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছি। কীসের থেকে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।”

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় জেলবন্দি চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
পরবর্তী নিবন্ধটেকনাফে এক কেজি ক্রিস্টাল মেথসহ দুই রোহিঙ্গা আটক