ইউনিয়ন পরিষদ নির্বাচন আমাদের বাংলাদেশে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে থাকে। স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার পদে ভোট দিয়ে প্রতিনিধি বাছাইয়ের উৎসব “ইউনিয়ন পরিষদ নির্বাচন” দেশের আপামর জনসাধারণের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দেশের কিছু কিছু ইউনিয়ন পরিষদের নির্বাচন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং আগামীতে আরো অন্যান্য ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সেজন্য চেয়ারম্যান ও মেম্বার পদের প্রার্থীরা স্থানীয় ভোটারদের ভোট নিজের আয়ত্ত্বে বা পক্ষে আনতে নানাভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন; বলতে গেলে বর্তমান সময়ে প্রার্থীদের চোখে ঘুম নেই। ভোটারদের ঘরে ঘরে গিয়ে সালাম দোয়াসহ নিজের নির্বাচনী প্রতিশ্রুতিগুলো ভোটারদের কাছে ব্যক্ত করে ভোট চাওয়াতে ব্যস্ত। ইউনিয়ন পরিষদ দেশের প্রাচীনতম স্থানীয় সরকার প্রতিষ্ঠান। এটি তৃণমুল পর্যায়ে জনগণের সবচেয়ে কাছের সরকার। সরকারের সর্বনিম্ন স্তরের একটি অতি কার্যকর ও অত্যন্ত জরুরি সেবামূলক প্রতিষ্ঠান হওয়ায় ইউনিয়ন পরিষদের ভূমিকা জনগণের কাছে আরো বেশী গুরুত্বপূর্ণ। তাছাড়া এ ইউনিয়ন পরিষদ ও তথায় স্থাপিত গ্রাম আদালত দেশের বা সরকারের তৃণমূল পর্যায়ের বিচারিক প্রতিষ্ঠান হওয়ায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং মানুষে মানুষে সামাজিক ভাবে বিরোধ মীমাংসা করার মাধ্যমে এলাকার জনগণের মধ্যে ভাতৃত্ববোধ সৃষ্টিতে ও সমপ্রীতির বন্ধন গড়তে ইউনিয়ন পরিষদের অবদান অপরিসীম। প্রসঙ্গত সরকারের মাঠ পর্যায়ের সকল ধরনের পরিষেবা; যেমন- ত্রাণ বিতরণ থেকে শুরু করে জন্ম নিবন্ধন সনদ, মৃত্যু নিবন্ধন সনদ, জাতীয়তা সনদ, চারিত্রিক সনদ, ভূমিহীন সনদ, ট্রেড লাইসেন্স বা ব্যবসায়ী সনদ, পশু বিক্রয় সনদ, ভিজিডি, ভিজিএফ, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্ব ভাতা প্রদান, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, জননিরাপত্তা, কৃষি বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক, কম্পিউটার ও ইন্টারনেট সেবা, তথ্য আদান-প্রদান, গ্রাম পর্যায়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অন্যান্য সামাজিক নিরাপত্তা বলয়ের সুবিধা সহ আরো অনেক ধরনের সেবা সবকিছুই ইউনিয়ন পরিষদের নির্বাচিত জন প্রতিনিধি চেয়ারম্যান ও মেম্বারের মাধ্যমে সম্পন্ন করা হয়। তাই, সরকারের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও সরকারের গৃহীত কার্যক্রম এর সুষ্ঠু বাস্তবায়ন এর স্বার্থে, গ্রাম আদালতে আপামর জনসাধারণ ন্যায় বিচার পাওয়ার স্বার্থে, উপরোল্লিখিত রাষ্ট্র প্রদত্ত সকল প্রকার নাগরিক সেবা সমূহ সহজেই জনগণের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে, গ্রাম পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠায় এবং সর্বশেষ একটি মাদকমুক্ত সুন্দর সমাজ বিনির্মাণে অন্যের প্ররোচনায় ভোট না দিয়ে বা স্রোতে গা ভাসিয়ে না দিয়ে, নিজের বিবেক দিয়ে বিবেচনা করেই ইউনিয়ন পরিষদে আপনাদের জনপ্রতিনিধি নির্বাচন করুন। সুতরাং, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সৎ, যোগ্য, বিনয়ী, সাধারণ মানুষ যাতে ন্যায় বিচার পায়; সেই ধরনের চেয়ারম্যান বা মেম্বার প্রার্থীকে ভোট দিন এবং অসৎ, অহংকারী, অবিনয়ী, স্বার্থপর, সন্ত্রাসী, দূর্নীতিবাজ ও মাদকের সাথে সংশ্লিষ্ট কোন প্রার্থীকে ভোট দেয়া থেকে বিরত থাকুন। এতে আপনার নিজের, নিজের পরিবারের, সমাজের ও দেশের উপকার হবে।
লেখক : কবি