জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভা

| বুধবার , ৩ নভেম্বর, ২০২১ at ১১:২৯ পূর্বাহ্ণ

জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুকুমার চৌধুরী বলেছেন, শারদীয় দুর্গোৎসব চলাকালীন সময়ে সারাদেশে সাম্প্রদায়িক হামলার ঘটনায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে হামলাকারীদের বিচারের আওতায় আনতে হবে। প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা থাকার পরও মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে যারা অবহেলা করেছেন তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত বিচার করতে হবে। তিনি বলেন, আগামীতে চট্টগ্রামে নিজস্ব পরিসরে জন্মাষ্টমী কমপ্লেক্স করা হবে। তিনি সকলকে ভগবাগ শ্রীকৃষ্ণের ভাবধারায় সঞ্জীভূত হয়ে জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের পতাকাতলে আসার আহ্বান জানান।
গত ৩১ অক্টোবর সন্ধ্যায় জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নগরীর রহমতগঞ্জস্থ সংগঠনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সুকুমার চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সুজিত কুমার বিশ্বাস।
বক্তব্য রাখেন প্রকৌশলী প্রবীর কুমার সেন, অ্যাড. চন্দন তালুকদার, সাধন ধর, বীর মুক্তিযোদ্ধা ননীগোপাল আচার্য্য, চন্দন দাশ, পরেশ চৌধুরী, আশীষ কুমার ভট্টাচার্য্য, হিল্লোল সেন উজ্জ্বল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড কলেজে একাডেমিক ভবন উদ্বোধন
পরবর্তী নিবন্ধপ্রফেসর প্রিয়তোষ শীলের মৃত্যুবার্ষিকী পালিত