সপ্তম ধাপের পৌরসভা নির্বাচনে খাগড়াছড়ির রামগড় পৌরসভায় ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত ভোট কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন বলে জানিয়েছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. সাইদুর রহমান। রামগড় পৌরসভা নির্বাচনে এবার মেয়র এবং ৬ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বেসরকারিভাবে মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী রফিকুল আলম কামাল এবং ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে মোহাম্মদ শামীমকে বিজয়ী ঘোষণা করেছে রির্টানিং অফিসার। সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে আবদুল হক ৬৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মো. দেলোয়ার হোসেন পান ২৭৭ ভোট, মো. নুর আলম পান ৩৭৮ ভোট। ২ নম্বর ওয়ার্ডে ৫১৭ ভোট পেয়ে বিজয়ী হন শ্যামল ত্রিপুরা। তার প্রতিদ্বন্দ্বী বাদশা মিয়া পান ৩৮০ ভোট, আব্দুল আজিজ পান ২০৭ ভোট। ৩ নম্বর ওয়ার্ডে ৮৯৬ ভোট পেয়ে বিজয়ী হন জিয়াউল হক। তার প্রতিদ্বন্দ্বী বিষ্ণু কুমার দত্ত পান ৮০০ ভোট, শংকর চন্দ্র দেবনাথ পান ১৬৩ ভোট। ৪ নম্বর ওয়ার্ডে বিজয়ী হন আহসানউল্যাহ। তার প্রাপ্ত ভোট ৭৭৯। প্রতিদ্বন্দ্বী মো. আনোয়ার তারেক পান ৬৫৭ ভোট। ৫ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ জামাল উদ্দিন ৫৮১ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী মোশারফ হোসেন ৫৪৩ ভোট, মো. নাজিম উদ্দিন ৩৩০ ভোট এবং মো. শাহজাহান ১১৩ ভোট পান। ৭ নম্বর ওয়ার্ডে ১০০৮ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন আবুল বশর। তার প্রতিদ্বন্দ্বী নাজির আহম্মদ পেয়েছেন ৯৪৭ ভোট। ৮ নম্বর ওয়ার্ডে জসিম উদ্দিন চৌধুরী ৮৯৯ ভোট পেয়ে জয়ী হন। প্রতিদ্বন্দ্বী ওমর শরীফ পেয়েছেন ২৬ ভোট, মো. জয়নাল আবেদিন ৩৫১ ভোট, মোহাম্মদ শহীদুল ইসলাম ৪৬৭ ভোট এবং মো. সাহাব উদ্দিন পান ৪৫৮ ভোট। ৯ নম্বর ওয়ার্ডে ৫৮৪ ভোট পেয়ে বিজয়ী হন আবুল কাশেম। প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আফছার ৫৫৬ ভোট, মো. শাহাদাত হোসেন ৭৫ ভোট এবং মো. সালাহ উদ্দিন সুলতান পান ১৬০ ভোট।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে বিবি আয়েশা ২৬১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিয়া শীল পিংকি পেয়েছে ৪৭১ ভোট, শিল্পী রানী দেবী ৩১৪ ভোট ও সীমা ত্রিপুরা পেয়েছেন ৯১৬ ভোট। ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে কনিকা বড়ুয়া ২৫৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহনাজ বেগম পেয়েছে ১০০১ ভোট। ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে আনোয়ারা বেগম ২৬১৫ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী পারভিন আক্তার ১৬৭৩ ভোট এবং মনোয়ারা আক্তার পেয়েছেন ৩৮৮ ভোট।












