দেশের বিভিন্ন স্তরের শ্রমিকদের খাদ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির কর্মসূচির আওতায় গেইন বাংলাদেশের সহযোগিতায় শ্রম অধিদপ্তরের আয়োজনে ‘সেমিনার ফর পোর্ট ওয়ার্কারস অন বেসিক নিডস অ্যান্ড সেফ ফুড’ শীর্ষক একটি সেমিনার চট্টগ্রাম বন্দর প্রশিক্ষণ ইনস্টিটিউটের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় চট্টগ্রাম বন্দরের ১০০ জন শ্রমিক-কর্মচারীর অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন বিভাগীয় শ্রম দপ্তর চট্টগ্রামের পরিচালক এস. এম. এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন গিয়াস উদ্দিন, পরিচালক, শ্রম অধিদপ্তর এবং মো. আবদুল হান্নান, ম্যানেজার ট্রেনিং, চট্টগ্রাম বন্দর। কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন ড. মো. মনির উদ্দিন, জি. এম. রেজা সুমন, পুষ্টিবিদ সোহেল আজিম। এছাড়াও চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের সাধাণণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক প্রশিক্ষণার্থীদের পক্ষে বক্তব্য প্রদান করেন। সেমিনারে বিদ্যমান বাজেটের মধ্যে খ্যাদ্যাভ্যাস পরিবর্তন করে একজন শ্রমিক কীভাবে তার পুষ্টিমান বৃদ্ধি করে আরও বেশী কর্মক্ষমতা অর্জন করতে পারে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












