চসিকের অভিযানে ৪০ দোকান উচ্ছেদ

| সোমবার , ১ নভেম্বর, ২০২১ at ১১:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পরিচ্ছন্ন বিভাগ নগরীতে অভিযান পরিচালনা করে ফুটপাত দখল করে রাখা ৪০টি দোকান উচ্ছেদ করেছে। নগরীর ব্যস্ততম এলাকা সিনেমা প্যালেস মোড়ে ফুটপাত দখল করে কাঠের ব্যবসা চালিয়ে আসছিল একটি চক্র। এর আশপাশে আন্দরকিল্লা, কেসিদে রোডের ফুটপাতের চিত্রও একইরকম। এসব এলাকায় দীর্ঘদিনের জনভোগান্তি দূর করতে গতকাল রোববার সকালে অভিযান চালায় সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগ। প্রায় ৩ ঘণ্টার এ অভিযানে প্রায় ৪০টি অস্থায়ী দোকানের পাশাপাশি গুঁড়িয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি স্থায়ী দোকানও। ফুটপাত দখল করে এসব দোকান চলছিল।
চসিকের উপ-প্রধান কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী জানান, এসব এলাকার ফুটপাত ও সড়ক দখল করে গড়ে তোলা হয়েছিল অস্থায়ী দোকানপাট। আবার বৈধ দোকানিরাও ত্রিপল টাঙিয়ে ফুটপাত দখল করে রেখেছিল। অভিযানে সেগুলো উচ্ছেদ করা হয়েছে। তিনি বলেন, ওই এলাকায় ফুটপাতের ওপর চা স্টল করা হয়েছিল। কয়েকটি স্থায়ী দোকানও করা হয়। অভিযানে সবগুলো উচ্ছেদ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধডিস্ট্রিক্ট গভর্নরের ক্লাব পরিদর্শন ও ক্লাবের ৪র্থ ইনস্টলেশন
পরবর্তী নিবন্ধজলবায়ুর ঝুঁকি মোকাবেলায় প্রতিটি ওয়ার্ডে ছাদবাগান করা হবে : মেয়র