নগরীর কাজীর দেউড়ি সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে জেলা পর্যায়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের গতকাল শনিবার উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে এক ডোজ কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডা. এ এম পারভেজ রহীম। জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে ও জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর। বিশেষ অতিথি ছিলেন চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী।
স্বাগত বক্তব্য দেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান। উপস্থিত ছিলেন চসিক জোনাল মেডিকেল অফিসার ডা. তপন কুমার চক্রবর্তী, কাজীর দেউড়ি সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তপতী চক্রবর্তী, চমেকের স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা সম্পদ দে, জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা প্রবীর মিত্র ও স্যানিটারি ইন্সপেক্টর টিটু কান্তি পাল। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার ফাইলেরিয়াসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রণ ও খুদে চিকিৎসক কার্যক্রম রোগ নিয়ন্ত্রণ শাখার বাস্তবায়নে জেলা সিভিল সার্জন কার্যালয় অনুষ্ঠানের আয়োজন করেন।
জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, ৫-১৬ বছর বয়সী সকল শিশুর কৃমি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি কৃমি রোগের মত সংক্রামক রোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা এ কর্মসূচির মূল উদ্দেশ্য। উদ্বোধক স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব ডা. এ.এম পারভেজ রহীম বলেন, কৃমি রোগ আমাদের দেশের একটি বহুল প্রচলিত স্বাস্থ্য সমস্যা। রয়েছে কিন্তু সচেতনতাই এ রোগকে প্রতিহত করতে পারে।
দেওয়ান বাজার ওয়ার্ড : জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে ২০নং দেওয়ান বাজার ওয়ার্ডের ঘাটফরহাদবেগ মুন্সি আবদুল আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের কৃমিনাশক ওষুধ খাইয়ে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী। এ সময় উপস্থিত ছিলেন দেওয়ান বাজার ওয়ার্ড ইপিআই কেন্দ্রের জোনাল মেডিকেল অফিসার মো. রফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড আ.লীগ নেতা শিহাব উদ্দিন, শাহেদ মোমেন খান, আলোড়ন বিশ্বাস ফ্লাওয়ার, হিমেল হোসেন ও সচেতন ব্যক্তিবর্গ।
আলকরন সরকারী প্রাথমিক বিদ্যালয় : আলকরন সরকারী প্রাথমিক বালক/বালিকা বিদ্যালয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মেহেদী হাসান মুন্নার সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সদস্য আব্দুল আউয়াল, সুলতান আহমদ বালিকা সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষক নূর হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিলুফার ইয়াছমিন, দাতব্য চিকিৎসালয় এর সহকারী চিকিৎসক মমতাজ বেগম সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।










