২০১৮ সালের সুপারহিট বলিউড সিনেমা ‘বাধাই হো’র সিক্যুয়েল ‘বাধাই দো’। রাজকুমার রাও ও ভূমি পেডনেকর জুটির সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত। খবর বাংলানিউজের। সুমন অধিকারী এবং অক্ষত ঘিলদিয়ালের গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক হর্ষবর্ধন কুলকার্নি। এতে রাজকুমারকে একজন পুলিশকর্মীর চরিত্রে দেখা যাবে। ভূমি পেড়নেকর অভিনয় করেছেন একজন শিক্ষিকার চরিত্রে। আগামী বছর ভারতের প্রজাতন্ত্র দিবসে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। ‘বাধাই দো’র মুক্তির তারিখ ঘোষণা করে অভিনেতা রাজকুমার রাও সামাজিক মাধ্যমে লেখেন, সিনেমা হল তৈরি। আপনারা তৈরি, তাহলে আমরাও তৈরি! আগামী বছর প্রজাতন্ত্র দিবস আসছে। আমরা এবং আপনারা মিলে সিনেমা হলে উদযাপন করব। তাহলে দিন দেখা যাক! আর শুভেচ্ছা নয় ‘বাধাই’ দিন।