রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ধামাইরহাট ভিএইড পাবলিক লাইব্রেরি মাঠে আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদারের সমর্থনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে নৌকা প্রতীক চাওয়া সকল প্রার্থী, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা দলীয় প্রার্থীকে পূর্ণ সমর্থন জানান। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মাস্টার খোরশেদ আলম তালুকদার, শ্রম বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ওমর গণি চৌধুরী কাঞ্চন, সাবেক সাধারণ সম্পাদক মাস্টার ইসকান্দর মিয়া তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, মো. ইদ্রিস, আলমগীর কবির, মঈন উদ্দিন তালুকদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সোহেল সিকদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জিকু শীল প্রমুখ।










