মীরসরাইয়ে ২৫০ জনকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিল উদয়ন ক্লাব

| শনিবার , ৩০ অক্টোবর, ২০২১ at ১১:১৭ পূর্বাহ্ণ

মীরসরাইয়ের করেরহাটে ২৫০ জন রোগীকে চক্ষু চিকিৎসা সেবা দিয়েছে উদয়ন ক্লাব। গত বুধবার ওয়াহিদুর রহমান স্বাস্থ্য কেন্দ্রের সহযোগিতায় করেরহাটে ক্লাব কার্যালয়ে বিনামূল্যে এ সেবা দেওয়া হয়। এসময় অস্বচ্ছল রোগীদের চিকিৎসা সেবার পাশাপাশি ওষুধও দেওয়া হয়।
দিনব্যাপী চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন উদয়নের প্রতিষ্ঠাতা সভাপতি জানে আলম। উদয়নের সভাপতি সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক মাকছুদ আলম শাহীন বলেন, প্রতিষ্ঠার পর থেকে আমরা সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করছি। এরই ধারাবাহিকতায় আমরা বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিয়েছি।
সেবা কার্যক্রম পরিদর্শন করেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শওকত আলী, সাবেক সহসভাপতি আবুল কাশেম, দিলীপ কুমার বণিক, সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক খান ও মো. শহীদুল্লাহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আ. লীগের বর্ধিত সভা
পরবর্তী নিবন্ধপ্রতিমা রানী বড়ুয়া