রাঙ্গুনিয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংক রোয়াজারহাট শাখার উদ্যোগে করোনাকালীন সংকটে ক্ষতিগ্রস্ত অসহায় জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ও নগদ অর্থ সহায়তা করা হয়েছে। গত বুধবার ব্যাংক কার্যালয়ে এসব সহায়তা দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্যাংকটির শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন। অতিথি হিসেবে বক্তব্য দেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ আবদুল মাবুদ, রোয়াজারহাট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইলিয়াছ, সিনিয়র সহসভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, ব্যাংকের অপারেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ করিম, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব, অর্থ সম্পাদক জগলুল হুদা, ব্যবসায়ী নেতা কাজী আমান উল্লাহ, আবদুল্লাহ আল মামুন তারেক চৌধুরী প্রমুখ।












