ধরো, এখন চমৎকার গ্রীষ্ম। মগ্ন হয়ে আছো সামার ওয়াইনে। সঙ্গে স্ল্যাশের একটু রাগী গীটার বাজলে কেমন হয়! কিম্বা শ্যাভোর গমগমে বেস। হলো না হয় একটু ককটেল। গলা দিয়ে নামার আগে গোরখোদকের গানে সামান্য খুঁড়ল না হয় জিহ্বা। তুমিও তো প্রায় মরে যাও। রাস্তায়, জ্যামে, লোকাল বাসে। সন্ধ্যায় ফ্লাইওভারে উঠে কতবার ভেবেছো ঝাঁপ দেওয়ার কথা? এসব ভুলে চলো এখন হেডব্যাং করে আসি সাইকোসোশ্যালে। চাইলে বন্দুক থেকে ছুঁড়ে দিতে পারো গুলি ও গালি। ধরো, এখন ঘোর গ্রীষ্ম। আবারও আমার মনে পড়ছে গহীন অরণ্যে বিভূতিভূষণের সঙ্গে বনফায়ারের স্মৃতি।