নগরীর কোতোয়ালি থানাধীন পুরাতন রেল স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গতকাল বুধবার ভোর সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলো রাউজানের পশ্চিম বিনাজুরি গ্রামের সুবল চন্দ্র দত্তের ছেলে পুলক দত্ত (৪৬) ও কুমিল্লার চৌদ্দগ্রাম থানার জগন্নাদিঘীর মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মো. আব্দুল মাবুদ (৪৮)। নগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের সহকারী-পুলিশ কমিশনার মো. দেলোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে গেপ্তার করা হয়েছে। পরে গেপ্তারকৃত আসামিদেরকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।












