ঢেউয়াপাড়া মনিন্দ্র লাল সড়ক উন্নয়ন কাজ উদ্বোধন

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৮ অক্টোবর, ২০২১ at ১১:০০ পূর্বাহ্ণ

রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ড ঢেউয়াপাড়া ব্রাহ্মণ পাড়ার কবিরাজ মনিন্দ্র লাল চক্রবর্তী সড়ক উন্নয়নের আওতায় আসা রাস্তাটি উদ্বোধন করেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। এই সড়কটির উন্নয়নে অর্থ বরাদ্দ দিয়েছেন জেলা পরিষদ। গতকাল বুধবার আর.সিসি ঢালাই এর মাধ্যমে সড়ক উদ্বোধনকালে মেয়র বলেন, এখন পৌরসভার নতুন জনপ্রতিনিধিরা শপথ নিয়ে দায়িত্ব নেয়ার পর থেকে প্রতিটি ওয়ার্ডের রাস্তাঘাটে উন্নয়নের জোয়ার শুরু হয়েছে। সড়ক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধন চক্রবর্তী, চন্দন চক্রবর্তী, মিনু চক্রবর্তী, উজ্জ্বল চক্রবর্তী, আবু ছালেক, সবুজ দে ভানু, সাবের হোসেন, জিল্লুর রহমান মাসুদ, শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, অনুপ চক্রবর্তী, তানভীর চৌধুরী, নাছির উদ্দিন, ফয়সাল মাহামুদ, রাজু চক্রবর্তী, সুবল চক্রবর্তী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসেনাবাহিনীকে প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধসাতবাড়িয়া মন্দির উন্নয়নে সহায়তা