২য় ডোজ পাবেন চট্টগ্রামের সাড়ে তিন লাখ মানুষ

গণটিকা আজ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৮ অক্টোবর, ২০২১ at ৬:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে দ্বিতীয় ধাপের গণটিকা ক্যাম্পেইনে টিকার প্রথম ডোজ দেয়া হয় গত ২৮ সেপ্টেম্বর। ওই দিনের ক্যাম্পেইনে প্রথম ডোজ গ্রহীতাদের দ্বিতীয় ডোজ দেয়া হবে আজ (২৮ অক্টোবর)। আজকের গণ টিকায় মহানগরসহ চট্টগ্রাম জেলায় সাড়ে তিন লাখের বেশি মানুষ টিকার ২য় ডোজ পাবেন। সকাল ৯টা থেকে আগের নির্ধারিত বুথ ও কেন্দ্রগুলোতে এ টিকাদান চলবে।
গতবারের মতোই সিটি কর্পোরেশন এলাকার প্রতি ওয়ার্ডে দেড় হাজার ও উপজেলার প্রতি ইউনিয়নে দেড় হাজার জন টিকা পাবেন। মহানগরের প্রতি ওয়ার্ডে তিনটি বুথে (প্রতি বুথে ৫০০ জন করে) এ টিকা দেয়া হবে জানিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, ২৮ সেপ্টেম্বর মহানগরে ৬০ হাজার ৭০২ জনকে প্রথম ডোজ দেয়া হয়। ওই দিন ক্যাম্পেইনে যারা প্রথম ডোজ নিয়েছিলেন, তারাই বৃহস্পতিবারের (আজ) গণ টিকায় ২য় ডোজ পাবেন। নতুন করে কাউকে টিকা দেয়া হবে না। আর টিকা গ্রহণের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করা টিকা কার্ডটি অবশ্যই সাথে আনতে হবে। বৃহস্পতিবারের গণ টিকায় ২য় ডোজ প্রদানে সব ধরণের প্রস্তুতি শেষ হয়েছে বলেও জানান ডা. সেলিম আকতার চৌধুরী। অন্যদিকে, গণ টিকার আওতায় উপজেলা পর্যায়ে ২০০ ইউনিয়নে ২য় ডোজ দেয়া হবে বলে জানান চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। গণ টিকার সব ধরণের প্রস্তুতি শেষ হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ২৮ সেপ্টেম্বরের গণটিকা ক্যাম্পেইনে মহানগরের ওয়ার্ড ও উপজেলার ইউনিয়ন পর্যায়ে সিনোফার্মের প্রথম ডোজ টিকা দেয়া হয়। ক্যাম্পেইনে ওইদিন প্রায় সাড়ে তিন লাখ (৩ লাখ ৪৭ হাজার ৪১৮ জন) মানুষকে প্রথম ডোজের আওতায় আনা হয়। এর মাঝে মহানগর এলাকায় ৬০ হাজার ৭০২ জন এবং উপজেলা পর্যায়ে ২ লাখ ৮৬ হাজার ৭১৬ জন প্রথম ডোজ পান। যদিও একদিনের ওই ক্যাম্পেইনে ৩ লাখ ৬১ হাজার ৫০০ মানুষকে টিকার প্রথম ডোজের আওতায় আনার লক্ষ্যমাত্রা ছিল স্বাস্থ্য বিভাগের। পরবর্তীতে সে লক্ষ্যমাত্রা পূরণ করা হয়। এবারও সিনোফার্মের টিকাই দেয়া হচ্ছে বলে জানান সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী ও চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।
প্রথম দফার গণ টিকায় প্রতি ইউনিয়নে ৬০০ জনকে টিকা দেয়া হয়েছিল। দ্বিতীয় ধাপের ক্যাম্পেইনে প্রতি ইউনিয়নে টিকা পেয়েছেন দেড় হাজার মানুষ। আর সিটি কর্পোরেশনের প্রতি ওয়ার্ডে আগে ৯০০ জনকে টিকা দেয়া হয়েছিল। দ্বিতীয় ধাপে প্রতি ওয়ার্ডে দেয়া হয়েছে দেড় হাজার জনকে।
এদিকে, গণটিকা ক্যাম্পেইন উপলক্ষে এরই মাঝে প্রায় সাড়ে তিন লাখ ডোজ টিকা পৌঁছেছে চট্টগ্রামে। সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। সিনোফার্মের ৩ লাখ ৪৫ হাজার ডোজ ও অ্যাস্ট্রেজেনেকার ২ হাজার ডোজ টিকা পাওয়া গেছে বলে জানান তিনি। আগের দিন ফাইজারের ১৮ হাজার ৭২০ ডোজ টিকা গ্রহণ করা হয় বলেও জানান সিভিল সার্জন।

পূর্ববর্তী নিবন্ধশেষ হল বি ইউনিটের দুই শিফটে পরীক্ষা
পরবর্তী নিবন্ধফাটল নেই, চলতে পারবে যান